Select Page

‘তখন অশ্লীলতা বলে কিছু ছিল না’

‘তখন অশ্লীলতা বলে কিছু ছিল না’

munmun

‘বিষে ভরা নাগিন’, ‘বিষাক্ত নাগিন’, ‘দুই নাগিন’ ছবিগুলোতে সাপের চরিত্রে দর্শক দেখেছে মুনমুনকে। দীর্ঘদিন পর আবারো তাকে নাগিন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবির নাম ‘দুই রাজকন্যা’। এরই মধ্যে সিনেমাটির প্রথম ধাপের দৃশ্যায়ন শেষ হয়েছে।

এ প্রসঙ্গে মুনমুন মানবজমিনকে বলেন, ‘আমাকে সবাই অশ্লীলতার সময়ের নায়িকা বলে থাকলেও বিষয়টি ঠিক না। আমি ২০০৩ সালে চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছিলাম। তখন অশ্লীলতা বলে কিছু ছিল না। আমি চলচ্চিত্র থেকে বিদায় নেয়ার পর মূলত শুরু হয় অশ্লীলতা।’

তিনি আরো বলেন, “সংসার জীবনের জন্য অনেকদিন অভিনয় থেকে বিরতিতে ছিলাম। সেই বিরতি কাটিয়ে তিনটি ছবিতে কাজ করছি। এরমধ্যে ‘দুই রাজকন্যা’ ছবিতে একজন নাগিনের চরিত্রে অভিনয় করছি, যে নাগিনটি রাজকন্যারা বিপদে পড়লেই উদ্ধার করবে এবং তাদের আশ্রয় দেবে। ভিন্ন কিছু চরিত্রে কাজ করার চেষ্টা করছি।”

dui-rajkonna

এ ছবি ছাড়াও ড্যানি সিডাকের ‘কাঁসার থালায় রুপালি চাঁদ’, দেলোয়ার জাহান ঝন্টুর ‘৫২ থেকে একাত্তর’ ছবিতে কাজ করেছেন মুনমুন। এছাড়া তাজু কামরুলের নতুন একটি ছবিতে খলনায়িকারূপে দেখা যাবে তাকে।


মন্তব্য করুন