Select Page

তমার ভাগ্য

তমার ভাগ্য

59240_e1খুব শিগগিরই তমা অভিনীত ‘তোমার মাঝে আমি’ মুক্তি পাচ্ছে।

এ ছবির মধ্য দিয়ে বহুদিন পর তমা অভিনীত ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। কিন্তু চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে ভীতসন্ত্রস্ত। কারণ, তমা অভিনীত আগের প্রায় সব ছবিই ছিটকে পড়েছে।

তবে তমা বলছেন, একা তাকে দোষ দিলে হবে না। চলচ্চিত্র একটি দলগত কাজ।

তার আবিষ্কারক মূলত শাহিন-সুমন। তারা তমাকে নিজেদের কোন ছবিতে না নিলেও প্রযোজক খোরশেদ আলম তার দুটি ছবিতে তাকে দ্বিতীয় নায়িকা হিসেবে সুযোগ দেন। কিন্তু এমবি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ এবং সোহানুর রহমান সোহান পরিচালিত ‘এক মন এক প্রাণ’ ছবিতে তমা মির্জা দ্বিতীয় নায়িকা হিসেবে নিজেকে প্রমাণ করতে থাকেন।

এরপর করেন মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ছোট্ট সংসার’ এবং কাজী হায়াৎ পরিচালিত ‘মানিক রতন দুই ভাই’।

কোনটিতেই তমা দর্শক গ্রহণযোগ্যতা পাননি।

নীরব, শাকিব খান, কাজী মারুফ, আমিন খানদের বিপরীতে অভিনয়ে ব্যর্থ হয়ে বর্তমানে নতুন নায়ক আরেফিন শুভর সঙ্গে জুটি হয়ে অভিনয় করছেন তিনি। ইতিমধ্যে শ্রীলঙ্কায় ছবির কিছু অংশের শুটিং করে এসেছেন। ছবির নাম ‘মন বোঝে না’। পরিচালনা করছেন শাহাদাত হোসেন লিটন। এছাড়াও নতুন আরও একটি ছবিতে এ জুটি চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘তুমি আমার প্রিয়তমা’।

এদিকে, তমা মির্জ্জার ‘সৌভাগ্য’ ছবিটি আটকে আছে অনেকদিন। এফ আই মানিকের পরিচালনায় ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির কোন লক্ষণ দেখা যাচ্ছে না।

মুক্তির প্রতিক্ষায় আছে কাজী হায়াত পরিচালিত ‘ইভটিজিং’ । তমা ও কাজী মারুফ  জুটিকে দেখা যাবে কাজী হায়াৎ-এর কথিত এই শেষ ছবি। দেখা যাক তার ভাগ্যে কি আছে।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন