Select Page

‘তারকাঁটা’র শুটিং শুরু

‘তারকাঁটা’র শুটিং শুরু

kata-tar2মৌসুমী, আরেফিন শুভমীম অভিনীত মোস্তফা কামাল রাজের তৃতীয় সিনেমা ‘তারকাঁটা’-এর শুটিং শুরু হয়েছে শনিবার। ঢাকার একটি স্টুডিওতে গানের শুটিংয়ের মধ্য দিয়ে ছবির দৃশ্য ধারণ শুরু হয়েছে। দৃশ্যধারণ করছেন খায়ের খন্দকার। গানের কোরিওগ্রাফি করছেন নৃত্য পরিচালক হাবিব। সেই সঙ্গে অনলাইন সম্পাদনা করছেন ফরহাদ আহমেদ।

এতে দেখা যাবে, মধ্যবিত্ত পরিবারের সহজ সরল ছেলে ইব্রাহিম ঘটনাক্রমে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সে এ জগতের ডন বনে যায়। সে ভালোবাসে গায়িকা চাঁদকে। তাদের রোমান্স ও নানা অ্যাকশন দৃশ্য রয়েছে সিনেমায়। ইব্রাহিমের বড়বোনের চরিত্রে অভিনয় করছেন মৌসুমী।

কিংকং এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এ সিনেমার শুটিং চলবে ৮ মার্চ পর্যন্ত।

 


Leave a reply