তারিনের চলচ্চিত্র
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তারিন সজল খালেদের ‘কাজলের দিনরাত্রি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। এটি তার প্রথম চলচ্চিত্র নয়। এর আগে তিনি আরো দুটো ছবিতে অভিনয় করেছিলেন, তবে একটির নাম ভুলে গেছেন।
তিনি একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি প্রথম অভিনয় করেছিলাম ছোটবেলায়। ছবির নাম ছিল কাঁঠালবুড়ি। বাংলাদেশ শিশু একাডেমীর অনুদান নিয়ে ছবিটি তৈরি করেন বাদল রহমান। এরপর আরেকটি ছবিতে অভিনয় করেছিলাম। নাম মনে নেই। ওই ছবিতে চম্পা আপার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলাম আমি।’
অভিনয় করা না হলেও এরপর চলচ্চিত্রে ডাবিং করেছেন তারিন। দুটি ছবিতে ভারতীয় শিল্পী প্রিয়াঙ্কা ত্রিবেদি আর প্রিয়াঙ্কা ব্যানার্জির হয়ে কণ্ঠ দিয়েছেন তিনি। একটি ছবিতে শাবনূরের কণ্ঠও দিয়েছেন।
সুত্র: প্রথম আলো