Select Page

তারেক মাসুদের প্রয়াণ দিবসে প্রসূন রহমানের বই

তারেক মাসুদের প্রয়াণ দিবসে প্রসূন রহমানের বই

তারেক মাসুদের সঙ্গে সহকারী হিসেবে কাজ করেছিলেন প্রসূন রহমান। পরবর্তীতে তিনি নির্মাণ করেছেন একাধিক ছবি।

‘মাটির ময়না’ নির্মাতার প্রয়াণের এক দশকে প্রসূন প্রকাশ করছেন নতুন বই। তারেক মাসুদের স্মৃতির প্রতি এটি তার শ্রদ্ধাঞ্জলী।

প্রসূন রহমান ও তার বইয়ের প্রচ্ছদ

‘তারেক মাসুদ ও তাঁর স্বপ্নসংক্রান্ত’ শিরোনামের বইটির প্রকাশক চন্দ্রবিন্দু। প্রচ্ছদ করেছেন রাসেল আহমেদ রনি।

এ বই সম্পর্কে সোশ্যাল মিডিয়া পোস্টে প্রসূন বলেন, “নির্মাতা হিসেবে তারেক মাসুদের জীবন ও কর্ম, চিন্তা ও দর্শন, স্বপ্ন ও অসমাপ্ত কাজগুলো নিয়ে গত ১০ বছরে তাকে নিয়ে আমার লেখা হয়েছে অনেক কিছু, অনেকবার। সেখান থেকে নির্বাচিত কিছু লেখা, বিশেষ কলাম, স্মরণ আলোচনা, চলচ্চিত্র আলোচনা, একটি বিশেষ সাক্ষাৎকার ও একটি স্মারক বক্তৃতার সংকলন থাকছে এই গ্রন্থে। এর বাইরে একটি বিশেষ লেখা থাকছে তারেক মাসুদের সহধর্মিনী ও সহযোদ্ধা ক্যাথরীন মাসুদকে নিয়ে।”

প্রসূন রহমান পরিচালিত ‘সুতপার ঠিকানা’ ও ‘জন্মভূমি’ মুক্তি পেয়েছে ইতিমধ্যে। মুক্তির অপেক্ষায় আছে ‘ঢাকা ড্রিম’।


Leave a reply