Select Page

তালাশ: রোমান্টিক গানে আদর-বুবলি

তালাশ: রোমান্টিক গানে আদর-বুবলি

ইউটিউবে মুক্তি পেয়েছে শবনম বুবলি ও আদর আজাদ অভিনীত তালাশ সিনেমার নতুন গান ‘কল্পনাতে তোর’।

প্রসেনজিৎ মণ্ডলের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহরিয়ার আলম মার্সেল। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা।

টাইগার মিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া গানটি প্রসঙ্গে আদর আজাদ বলেন, রোমান্টিক থ্রিলার ঘরানার গল্পের সিনেমা তালাশ। তবে এবারের গানটি একেবারেই শতভাগ রোমান্টিক ঘরানার।

সিনেমার গান প্রসঙ্গে পরিচালক  সৈকত নাসির বলেন, ‘আমি জানি এই ছবির গল্পই এর মূল প্রাণ। কিন্তু মজার ব্যাপার হলো গানপাগল ছেলেমেয়েদের গল্প হওয়ার কারণে সিনেমার গান নির্বাচনে প্রচুর সময় নিয়েছি। প্রায় ২০টির  বেশি ট্র্যাক থেকে তালাশের পাঁচটি গান বাছাই করা। আশা করছি দর্শক নিরাশ হবেন না।’

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। বুবলী-আদর ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।

‘তালাশ’ মুক্তি পাচ্ছে ১৭ জুন।


Leave a reply