Select Page

তায়েবের বিপরীতে তিন সিনেমায় ববি

তায়েবের বিপরীতে তিন সিনেমায় ববি

# পপি, পরী মনি ও মাহির পর ডি এ তায়েবের এবারের নায়িকা ববি
# তারা তিন সিনেমায় অভিনয় করবেন। নাম- মা ও মাটি, জঙ্গী এবং মা
# এসজি প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করবেন তায়েবের স্ত্রী মাহবুবা শাহরীন

এর আগে বড়পর্দায় পপি, পরী মনি ও মাহির সঙ্গে জুটি বেঁধেছেন ডি এ তায়েব। এবার তার নায়িকা হচ্ছেন ববি। তাও আবার পর পর তিন সিনেমায়।

বুধবার ডি এ তায়েবের জন্মদিন। ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে জন্মদিনের উৎসবে এসজি প্রোডাকশনের ব্যানারে মাহবুবা শাহরীনের প্রযোজনায় তিনটি ছবির মহরত অনুষ্ঠিত হবে। এগুলো হলো— ‘মা ও মাটি’, ‘জঙ্গী’ এবং ‘মা’।

তিনটি ছবিতেই তায়েবের বিপরীতে অভিনয় করবেন ববি। অনুষ্ঠানে ছবি সম্পর্কে বিস্তারিত ঘোষণা করা হবে।

ডি এ তায়েব বলেন, চলচ্চিত্রের দুর্দিন দূর করতে নিয়মিতভাবে এই শিল্পের সঙ্গে যুক্ত থাকতে চাই। চলচ্চিত্রের মান উন্নয়ন করতে চাই। সবার সহযোগিতা ও দোয়া কাম্য।

এদিকে ডি এ তায়েব ও মাহি অভিনীত ‘অন্ধকার জগৎ’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


মন্তব্য করুন