তিথির সাথে দেখা রানুর
# তিথি ও রানু বিখ্যাত দুটি চরিত্র। তাদের দেখা হয়ে গেল
# উপন্যাসের চরিত্র হলেও উপলক্ষ্য হলো সিনেমা
# তিথির এক যুগ পর রানু এসেছে পর্দায়
# তাদের দেখে ভক্তরাও খুশি। সেই ছবি ভাইরাল
হুমায়ূন আহমেদের দুটি চরিত্র তিথি ও রানু। ঘটনাচক্রে দেখা হয়ে গেল তাদের। পরস্পরের দেখা পেয়ে তারাও খুশি। না উপন্যাসে দেখা হয়নি ‘জনম জনম’-এর তিথি আর ‘দেবী’র রানুর। দুই চরিত্রে পর্দায় অভিনয় করেন যথাক্রমে শাবনূর ও জয়া আহসান। সোমবার ‘দেবী’ সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ের সময় তারা এক ফ্রেমে বন্দি হলেন। ওই সময় ‘দেবী’র প্রশংসা করেন শাবনূর।
‘জনম জনম’ উপন্যাস অবলম্বনে ২০০৬ সালে আবু সাইয়ীদ নির্মাণ করেছিলেন ‘নিরন্তর’। সিনেমাটি দেশে-বিদেশে বেশ প্রশংসা পায়। জিতে নেয় কিছু পুরস্কার। ধরে নেওয়া হয় বিখ্যাত অভিনেত্রী শাবনূরের ক্যারিয়ারের অন্যতম সিনেমা এটি। এছাড়া হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘নির্বাসন’ নামের একটি সিনেমায় অভিনয়ের কথা ছিল শাবনূরের। পরে অবশ্য সেই প্রজেক্ট বেশি দূর আগায়নি।
‘নিরন্তর’-এর ১২ বছর পর মুক্তি পেল ‘দেবী’। অনম বিশ্বাসের পরিচালনায় লগ্নি করেছে বাংলাদেশ সরকার ও জয়া আহসানে প্রতিষ্ঠান সি তে সিনেমা। ১৯ অক্টোবর মুক্তির পর থেকে দর্শক-সমালোচকদের পছন্দে আছে সিনেমাটি।
এদিকে শাবনূর ও জয়া আহসানকে এক ফ্রেমে পেয়ে দারুণ খুশি দুই নায়িকার ভক্তরা। ফেসবুকে দেখা গেছে ছবিটি শেয়ার করতে। দুই নায়িকাকেই ধরা হয়ে থাকে বাংলা সিনেমার অন্যতম অভিনেত্রী। তবে যদি একসঙ্গে পর্দায় দেখা যায়- কেমন হবে? সে কথাও ভাবা যায় এ উপলক্ষে।
উল্লেখ্য, ‘দেবী’র বিশেষ এ প্রদর্শনী অনুষ্ঠিত হয় যমুনা ব্লকবাস্টার সিনেমাসে। উপস্থিত ছিলেন নামি-দামি তারকারা।