Select Page

তিন চলচ্চিত্রে জান্নাত খান

তিন চলচ্চিত্রে জান্নাত খান

57347_e3ছোট পর্দায় নিয়মিত জান্নাত খান স্বপ্ন দেখছেন চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হওয়ার। তাকে স্বপ্ন দেখাচ্ছে হাছিবুল ইসলাম মিজানের তিন ছবি ‘মেঘ বালিকা’, ‘কাজলা দিদি’ এবং ‘মনে মনে প্রেম’।

ডিজিটাল পদ্ধতিতে নির্মীয়মাণ ৩টি ছবিতেই জান্নাত খানের নায়িকা একা। বেদের মেয়ে জোছনাখ্যাত পরিচালক তোজাম্মেল হক বকুলের আবিষ্কার একা এই ছবিগুলোর মাধ্যমে চলচ্চিত্রে আবারও নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন।

চট্টগ্রামের ছেলে জান্নাতও চেষ্টা করছেন নিজেকে দর্শকদের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য। নাচ শিখেছেন, ফাইট শিখেছেন, নিয়মিত অভিনয় শিখছেন, আর কাজ করছেন ছোট পর্দায় বিভিন্ন নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিকে।

সুত্র: মানবজমিন

 


মন্তব্য করুন