Select Page

তিন নায়িকা এক পরিচালক

তিন নায়িকা এক পরিচালক

রায়হান রাফীর নতুন সিনেমা ‘স্বপ্নবাজী’তে মাহিয়া মাহি ও জান্নাতুল পিয়ার সঙ্গে পর্দা ভাগাভাগি করছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশী। দু-এক দিনের মধ্যেই তিনি চুক্তি স্বাক্ষর করবেন বলে প্রথম আলোকে জানান ছবির পরিচালক। তিনি বলেন, ঐশী ছবিতে তাঁর চরিত্রটি নিয়ে বিস্তারিত শুনেছেন। চরিত্রটিতে কাজ করতে রাজি হয়েছেন তিনি।

এদিকে ঐশী বলেন, ‘পরিচালকের কাছ থেকে গল্প শুনেছি। আমাদের বাস্তব জীবনেরই গল্প। মিডিয়ার মানুষের জীবনের ভেতরের গল্পের প্রতি সাধারণ মানুষ বা ভক্ত-দর্শকের আগ্রহ আছে। সেটাই ছবিতে দেখা যাবে। সিদ্ধান্ত নিয়েছি, কাজটি করব।’

বিনোদনজগতের মানুষদের গল্প নিয়ে স্বপ্নবাজী ছবির কাহিনি। ছবিতে ঐশীকে দেখা যাবে র‌্যাম্প মডেলের চরিত্রে। এটি ছবির কেন্দ্রীয় চরিত্রগুলোর একটি। পরিচালক চরিত্রটি নিয়ে বলেন, মিডিয়াতে ছেলে-মেয়েরা একেকজন একেক জায়গা থেকে আসে। সেখানে রঙিন জীবনের স্বপ্নে বিভোর হয়ে সবাই বাজি ধরে। বাজিতে কেউ হারে, কেউ জেতে। এদেরই একজনের চরিত্রে দেখা যাবে ঐশীকে।

পরিচালক জানিয়েছেন, স্বপ্নবাজীতে সিয়াম আহমেদেরও অভিনয়ের কথাবার্তা চলছে। সেপ্টেম্বর মাস থেকে ছবিটির শুটিং শুরু হতে পারে।


Leave a reply