Select Page

তিন বছর পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ অপু বিশ্বাস

তিন বছর পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ অপু বিশ্বাস

কয়েকদিন ধরে ঢালিউডে কান পাতলেই শোনা যাচ্ছিল অপু বিশ্বাসের নতুন সিনেমার গুঞ্জন। এবার প্রকাশ্য হলো তার কিছুটা। ১১ অক্টোবর জন্মদিনে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা।

পরিচালক যুগল অপূর্ব রানা তাকে চুক্তিবদ্ধ করলেন একটি ছবিতে। বিশেষ দিনে এমন উপহার পেয়ে উচ্ছ্বসিত অপু, ‘আমি একজন অভিনেত্রী। অভিনয়ই আমার পেশা। জন্মদিনে এভাবে পরিচালক সারপ্রাইজ দেবেন বুঝতে পারিনি। কত খুশি হয়েছি বলে বোঝাতে পারব না। ছবির গল্পটাও দারুণ। হিন্দু-মুসলিম প্রেম ও দ্বন্দ্ব নিয়ে  প্লট।’

এদিকে পরিচালক রানা বলেন, ‘ছবির নাম এখনো চূড়ান্ত করতে পারিনি। তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুটিং শুরু। এখন চলছে গান তৈরির কাজ। অপুর সঙ্গে নায়ক কে থাকছেন সেটা না হয় গোপনই থাক। ’

সূত্র : কালের কণ্ঠ


মন্তব্য করুন