Select Page

তিশার অভিনয়ে আবারো মুগ্ধ শুভ

তিশার অভিনয়ে আবারো মুগ্ধ শুভ

Ostitto new bangla film by anonno mamun with arifin shuvo nusrat imroz tisha

বেশক’টি টিভি নাটকের পর বড়পর্দায় একসঙ্গে অভিনয় করছেন আরিফিন শুভনুসরাত ইমরোজ তিশা। অন্যরকম গল্প নিয়েই নির্মিত হচ্ছে অনন্য মামুনেরঅস্তিত্ব’। আর নির্মাণের শুরু থেকে সিনেমাটির প্রতি দর্শক আগ্রহের পারদও বেশ চড়ে আছে। এর অন্যতম কারণ শুভ-তিশা জুটি। অভিনয়ের পাশাপাশি এ চলচ্চিত্রে প্লেব্যাকও করেছেন তারা।

সম্প্রতি এক সাক্ষাৎকার সহশিল্পী তিশা সম্পর্কে মন্তব্য করেন শুভ। প্রশ্ন ছিল, ‘তিশার সঙ্গে নাটকে দেখেছেন দর্শক। চলচ্চিত্রের অভিজ্ঞতা কেমন?’ উত্তরে শুভ বলেন, ‘আসলে তিশাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। টিভিপর্দায় তার জনপ্রিয়তার কথা সবাই জানেন। তার জনপ্রিয়তা কিন্তু অভিনয়ের কারণেই। আর সেটা এর আগেও চলচ্চিত্রে প্রমাণ করেছেন তিনি। এক কথায় বলব তিশা এ সিনেমায় অসাধারণ কাজ করছে। কাজ করতে এসে তাকে আমার খুবই ভালো লাগছে।’

এ ছাড়া প্লেব্যাক সম্পর্কে বলেন, ‘আমি বাংলার হিরো/কেন মিছে বাজি ধরো/কাঁপাবো টেশনাফ থেকে দিল্লি/পড়ে গেছে হইচই/সারাবিশ্ব দেখে ওই/শুভ এসেছে আজ তোদের নাচাতে/তিশা এসেছে আজ তোদের নাচাতে’- এমন কথার গানটিতে কণ্ঠ দেবো আমরা। অবশ্য সিনেমার গানে এটাই আমার প্রথম কণ্ঠদান নয়। এর আগেও ‘অগ্নি’ ছবিতে গান গেয়েছিলাম। অন্যদিকে তিশা একটি অডিও অ্যালবামে গান করলেও এটাই তার প্রথম প্লেব্যাক। আশা করছি তিশার সঙ্গে আমার গান পছন্দ করবেন সবাই। এছাড়াও আমি চেষ্টা করি, চলচ্চিত্রের সব মাধ্যমে বিচরণ করতে। সময় হাতে থাকলে আমার জন্য যেসব কাজ যোগ্য সেগুলো করতে কার্পণ্য করি না। এগুলো আমি বেশ এনজয় করি।’


Leave a reply