Select Page

তীক্ষ্ণ সংলাপে রহস্যময় ‘ঊনপঞ্চাশ বাতাস’ (টিজার)

তীক্ষ্ণ সংলাপে রহস্যময় ‘ঊনপঞ্চাশ বাতাস’ (টিজার)

সোয়া মিনিটের চেয়ে কম দৈর্ঘ্য। গল্পও অদ্ভুত, অবোধ্য। কিন্তু সংলাপে তীব্র অনুভূতিপ্রবণ। বলছি দুদিন আগে প্রকাশ পাওয়া ‘ঊনপঞ্চাশ বাতাস’ নিয়ে। মাসুদ হাসান উজ্জ্বলের ছবিটি মুক্তি পাবে শিগগিরই। অভিনয়ে শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ।

টিজারের শেষ দিকে ‘মন খারাপ করো না। সবকিছু জেনে যাবার বাইরে কিছুটা তো অজানা থেকেই যায়’ সংলাপটি নাড়া দিয়ে গেছে দর্শকের মনে।

পরিচালনার পাশাপাশি ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা, ফটোগ্রাফি, সংগীত পরিচালনা, গান রচনা, এমনকি পোস্টার ডিজাইনও করেছেন সব্যসাচী নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।


মন্তব্য করুন