Select Page

তুরস্কে শুটিংয়ে গিয়ে খাবার নিয়ে বিপত্তিতে পড়েন শাবানা

তুরস্কে শুটিংয়ে গিয়ে খাবার নিয়ে বিপত্তিতে পড়েন শাবানা

সম্প্রতি শাকিব খান ‘পাসওয়ার্ড’ সিনেমার শুটিং করলেন তুরস্কে। কয়েক দশক আগে দেশটির যৌথ প্রযোজনার সিনেমা ‘গুনাহ’র জন্য গিয়েছিলেন নন্দিত অভিনেত্রী শাবানা। সেখানে তিনি খাবার নিয়ে বিপত্তিতে পড়েন।

সেই ঘটনা শোনা যায় বেতারের জনপ্রিয় অনুষ্ঠান ‘বেবি লজেন্স সঙ্গীতমালা’র বিশেষ পর্বে। সঞ্চালক মাজহারুল ইসলামের প্রশ্নে অনেক না জানা কথা জানিয়েছিলেন এই অভিনেত্রী।

একটি প্রশ্ন ছিল- বিদেশের মাটিতে শুটিং করতে কেমন লাগে? আপনি এ পর্যন্ত কোন কোন দেশে শুটিং করেছেন এবং বিদেশের কোনো স্মরণীয় ঘটনা বা মজার অভিজ্ঞতা?

উত্তরে কিংবদন্তী অভিনেত্রী বলেন, ‍“বিদেশের মাটিতে শুটিং করতে ভালোই লাগে, আর দেশভ্রমণের সুযোগ থাকে। শুটিং করতে গেছি আমেরিকা, ইংল্যান্ড, তুরস্ক, নেপাল, পাকিস্তান, ভারত। তা ছাড়া চলচ্চিত্র উৎসব উপলক্ষে গেছি বুলগেরিয়া, রাশিয়া, রোমানিয়া, কান ফেস্টিভ্যাল- আরও বহু দেশে বেড়াতে গেছি। কিন্তু যত দেশেই ঘুরি না কেন, নিজের দেশের মতো শান্তি আর কোথাও লাগে না।”

শাবানা বলেন, “হুম্‌..ম..ম… মজার অভিজ্ঞতার কথা বলছেন। একটা কো-প্রোডাকশনের ছবি, তুরস্কে শুটিংয়ে গিয়েছিলাম। তো শুটিংয়ের ফাঁকে লাঞ্চ ব্রেকে একটা হোটেলে খেতে গেলাম। খেতে বসে বেয়ারাকে ডাকলাম- এই, মেন্যু কই দাও। আর খাবার কী কী আছে। কিন্তু বেয়ারা আমার কথা বোঝে না, আমিও ওর কথা বুঝি না। তো কী মুশকিলেই পড়লাম! এদিকে তো পেটে চোঁ চোঁ করে ডাকছে। তখন ওকে আমি বোঝালাম কুক্কুরুত কুক… হা হা হা…যে মুরগির মাংস আছে? তখন ইশারায় বোঝালাম, আমি মুরগির মাংস চাই।”

 

 


মন্তব্য করুন