Select Page

‘তু্‌ই চাঁদ ঈদের’ ও ‘আফগান জালেভি’ নিয়ে তোলপাড়! (ভিডিও)

‘তু্‌ই চাঁদ ঈদের’ ও ‘আফগান জালেভি’ নিয়ে তোলপাড়! (ভিডিও)

শাকিব খান ও শবনম বুবলি অভিনীত ‘রংবাজ’ সিনেমার চতুর্থ গান ‘তুই চাঁদ ঈদের’ প্রকাশ হয়েছে মঙ্গলবার সন্ধ্যায়। এর পরপরই নকলের অভিযোগ উঠে। এমনকি ম্যাশআপ ভিডিও ছড়িয়েছে অনলাইনে।

বলিউডের ‘ফ্যান্টম’ সিনেমার অতিপরিচিত গান ‘আফগান জালেভি’কে নকল করেছে গানটি।  ‘তুই চাঁদ ঈদের’ তৈরি করেছেন স্যাভি।

দেখে নিন ভিডিও। জানান আপনার মতামত।


মন্তব্য করুন