Select Page

তৃতীয় ছবি নিয়ে শিরিন শিলা

তৃতীয় ছবি নিয়ে শিরিন শিলা

miya-bibi-raji-2022-sumit-shirin-shila-nijhum-bangla-movieপ্রথম ছবিতেই সম্ভাবনা দেখিয়েছিলেন শিরিন শিলা। ছবির নাম হিটম্যান। ওয়াজেদ আলী সুমন পরিচালিত সে সিনেমায় শাকিব খান অভিনয় করেছিলেন। দ্বিতীয় ছবি কাশেম আলী মন্ডলের পরিচালনায় ক্ষনিকের ভালোবাসা। প্রথম ছবির তুলনায় এ ছবিতে কিছুটা কম প্রশংসিত হয়েছিলেন তিনি। এবার বড়পর্দায় হাজির হচ্ছেন তৃতীয় ছবি মিয়া বিবি রাজি নিয়ে। আজ সারাদেশের প্রায় অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।

গ্রামীণ পটভূমিকায় নির্মিত এ চলচ্চিত্রে শিলার বিপরীতে আছে সুমিত। এছাড়া আছে ওমর সানী, মিশা সওদাগর এবং সাদেক বাচ্চু। পরিচালনা করেছেন শাহীন সুমন। নির্মাতা মৌলিক গল্পের ছবি হিসেবে দাবী করছেন, তবে এর সত্যতা যাচাই করা যাবে ছবি মুক্তির পর।

ছবিটি নিয়ে আশাবাদী শিলা। হাতে একাধিক চলচ্চিত্র আছে তার – এর মাঝে শাহীন সুমনের পরিচালনায়ই দুইটি ছবি। প্রবাসী ডন এবং আংটি। এছাড়া আছে রাজু চৌধুরীর ‘এক মিনিট’। মিয়া বিবি রাজি সফল হলে ছবির সংখ্যা বাড়বে, অবস্থান শক্ত হবে ইন্ডাস্ট্রিতে। নিজেকে উজার করে অভিনয় করেছেন – তাই ছবিটি সফল হবে সে আশাই করছেন শিলা।

বাকীটা দর্শক বলবে।


মন্তব্য করুন