Select Page

তৌকীরের ৪র্থ চলচ্চিত্রে মোশাররফ করিম-নিপুণ

তৌকীরের ৪র্থ চলচ্চিত্রে মোশাররফ করিম-নিপুণ

mosharrof-n-nipun1

একসঙ্গে বেশ কয়েকটি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিমনিপুণ। এবার এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়। তৌকীর আহমেদের পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটির নাম ‘অজ্ঞাতনামা’।

নিপুণ প্রথমবারের মতো তৌকীরের পরিচালনায় অভিনয় করছেন। অন্যদিকে তৌকীরের পরিচালনায় ‘জয়যাত্রা’ ও ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয় করেন মোশাররফ করিম।

মানব পাচারকে ঘিরে সাজানো হয়েছে ‘অজ্ঞাতনামা’র কাহিনী। এতে মোশাররফকে পুলিশ আর নিপুণকে পাচার হয়ে যাওয়া একটি মেয়ের ভূমিকায় দেখা যাবে। দালালের ভূমিকায় দেখা যাবে শহীদুজ্জামান সেলিমকে। আরও অভিনয় করছেন আবুল হায়াত, ফজলুর রহমান বাবু প্রমুখ।

রাজবাড়ীর পাংশায় মে মাসের মাঝামাঝি ‘অজ্ঞাতনামা’র দৃশ্যধারণ শুরু হবে। প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড

 


মন্তব্য করুন