Select Page

‘দরদ’-এর রেকর্ড ‘রাজকুমার’-এর ঘরে?

‘দরদ’-এর রেকর্ড ‘রাজকুমার’-এর ঘরে?

অনন্য মামুনের কোনো চমকই আর চমক থাকে না। কারণে কাজের শেষ না করেই এত ঢাকঢোল পেটান যে, সব চমক পানসে হতে বাধ্য! এই যেমন- পৃথিবীর সর্বোচ্চ অট্টালিকা বুর্জ খলিফায় ‘দরদ’-এর টিজার উন্মোচন করে রেকর্ড গড়বেন! অনন্যর অতিপ্রচারের মাঝে মনে হচ্ছে সেই গড়ে ফেলবে ‘রাজকুমার’! আর দুটোই শাকিব খানের সিনেমা, তাই এ নায়কের ভক্তদের হারানোর কিছু নাই।

বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় এক ইফতার অনুষ্ঠানে ঘোষণাটি দিয়েছেন ‘রাজকুমার’-এর প্রযোজক আরশাদ আদনান।

তিনি বলেন, “মরুর বুক থেকে আমরা প্রচারণা শুরু করতে চাই। সেদিন শাকিব খানের জন্মদিন; ২৮ মার্চ বুর্জ খলিফায় শাকিবের জন্মদিন উদযাপন ও ‘রাজকুমার’র প্রমো চালানোর চেষ্টায় আছি। নাইন্টি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আশাবাদী, বাকিটা কালকের (২১ মার্চ) মধ্যে পরিষ্কার হয়ে যাবে।”

এদিন ‘রাজকুমার’ ছবির নির্মাতা, প্রযোজক, নায়ক ও কুশলীরা মিলে বিনোদন সাংবাদিকদের সঙ্গে ইফতার করেছেন। সেই আসরেই ছবি নিয়ে নিজ অনুভূতি ব্যক্ত করেন তারা। নির্মাতা হিমেল আশরাফ জানান, আজ (২০ মার্চ) সাংবাদিকদের মুখোমুখি হলেও কোনও কনটেন্ট প্রকাশ করছেন না। বরং আগামী সপ্তাহ থেকেই প্রচারণার মূল কার্যক্রম শুরু করবেন তারা।

ছবিটি নিয়ে বরাবরের মতো একই শব্দ-সুরে কথা বলেছেন শাকিব খান। তার ভাষ্য, “যেসব দেশে বাংলা সিনেমা চলতো না, সেসব দেশে ‘প্রিয়তমা’ গর্বের সঙ্গে চলেছে। ইতালি থেকে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ অনেক দেশে মুক্তি পেয়েছে। এর চেয়েও বড় পরিসরে এবার ‘রাজকুমার’ রিলিজ হচ্ছে।”

এই ছবির অংশ হতে পেরে শাকিবও নিজেকে গর্বিত মনে করছেন। তিনি বলেন, “রাজকুমার’ বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে গর্বিত করবে। সবাইকে ভাবাবে, আরে আমাদের সিনেমা এতদূর চলে গেছে! এত ভালো হয়েছে! দেখলে মনে হবে, ‘প্রিয়তমা’র চেয়ে অনেক বড়, লার্জার দ্যান লাইফ সিনেমা এটি। আমি এই ছবিটি নিয়ে অনেক গর্বিত। আমার নিজের ক্যারিয়ারে এত বড় আয়োজনের ছবিতে আর কাজ করা হয়নি।”

উল্লেখ্য, ‘রাজকুমার’ ছবিতে শাকিব খানের নায়িকা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক কোর্টনি কফি। দেশের পাবনা, ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক এবং নিউ ইয়র্কে দীর্ঘ সময় নিয়ে ছবিটির শুটিং হয়েছে। আসন্ন রোজার ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। খবর ও ছবি বাংলা ট্রিবিউন


মন্তব্য করুন