Select Page

‘দরদ’-এ অভিনয় নিশ্চিত করলেন শাকিব খান

‘দরদ’-এ অভিনয় নিশ্চিত করলেন শাকিব খান

গত কয়েক মাস ধরে পরিচালক অনন্য মামুন বলে আসছিলেন শাকিব খানকে নিয়ে করা প্যান ইন্ডিয়ান সিনেমা করতে যাচ্ছেন, শিরোনাম ‘দরদ’। এ নিয়ে তার সোশ্যাল মিডিয়া নিত্য নতুন খবরে দিলেও খোদ নায়ক ছিলেন নিশ্চুপ। নতুন খবর হলো, অবশেষে চুক্তিবদ্ধ হলেন ঢাকাই ছবির এই সুপারস্টার। রোববার রাতে তিনি অফিশিয়ালি চুক্তিবদ্ধ হন।  খবর চ্যানেল আই অনলাইন।

শাকিব খানের গুলশানের অফিসে চুক্তিবদ্ধ করিয়ে তাকে চূড়ান্ত চিত্রনাট্য দেয়া হয়। পরিচালক অনন্য মামুন ছাড়াও ছিলেন ‘দরদ’ ছবির সঙ্গে জড়িত সানিয়াত হোসেন, কামাল কিবরিয়া লিপু।

অনন্য মামুন জানান, ২০ অক্টোবর থেকে ভারতের বানারসে ‘দরদ’ এর শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান।

যেহেতু এটি প্যান ইন্ডিয়ান ছবি তাই ঈদ ছাড়াই বলিউড, তামিল, তেগুলুতে একযোগে মুক্তি দেয়া হবে বলে জানান অনন্য মামুন। সেটি হতে পারে বিশ্ব ভালোবাসা দিবস।

অনন্য মামুন বলেন, মুম্বাইয়ের প্রযোজক এবং পরিবেশকরা শাকিব ভাই সম্পর্কে অবগত। তারা জানেন, তিনি দুই বাংলার সুপারস্টার। তার হিউজ ফ্যান ফলোয়ার্স। এ কারণে তাকে নিয়ে আমরা বড় আয়োজনে কাজ করতে যাচ্ছি। শাকিব ভাই আমাদের প্রতিটি ক্ষেত্রে তার দিক থেকে সহযোগিতা করছেন। এমনকি তিনি আরও দুই সপ্তাহ আগে থেকে ‘দরদ’-এ তাকে যে লুকে দেখা যাবে, সেই লুক সেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

‘দরদ’-এ বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।

এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন সোনাল চৌহান। যিনি ইমরান হাসমি, প্রভাস, অমিতাভ বচ্চনসহ তামিল, তেলুগুর নামকরা অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন।আরো থাকবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।


Leave a reply