Select Page

দর্শকের জন্য ‘আয়নাবাজি’র প্রতিযোগিতা (ভিডিও)

দর্শকের জন্য ‘আয়নাবাজি’র প্রতিযোগিতা (ভিডিও)

aynabaji

অমিতাভ রেজার প্রথম ছবি ‘আয়নাবাজি’ মুক্তি পাচ্ছে ১৯ আগস্ট। এর আগে ইউটিউবে ছবির একটি গানের কথা প্রকাশ করে আয়োজন করা হয়েছে প্রতিযোগিতার।

গানের কথার সারমর্ম অনুযায়ী, ভিডিও নির্মাণ করে যে কেউ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। যার ভিডিও সবচেয়ে সুন্দর হবে, তিনিই ‘আয়নাবাজি’ টিমের সঙ্গে ছবিটি দেখা এবং অমিতাভের পরবর্তী ছবিতে কাজ করার সুযোগ পাবেন।

ভিডিও পাঠানোর ঠিকানা aynabajithemovie@gmail.com|। ৩১ জুলাই ভিডিও পাঠানোর শেষ সময়।


Leave a reply