Select Page

‘দহন’ মুক্তিতে কোনো বাধা নেই

‘দহন’ মুক্তিতে কোনো বাধা নেই

সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘দহন’। সিনেমাটির প্রধান দুই চরিত্রে আছেন পূজা ও সিয়াম।

# ‘দহন’ মুক্তিতে বাধা নেই। পেয়েছে সেন্সর ছাড়পত্র
# এর আগে সিনেমাটির ছাড়পত্র নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। তখন বলা হয়, আপনাদের দোয়া এখন খুব প্রয়োজন, কারণ সেন্সর বোর্ডের একজন সদস্য “দহন” সিনেমাটির বিরোধিতা করবে।
# এটি হতে যাচ্ছে বছরের শেষ আলোচিত সিনেমা

বছরের শেষ আলোচিত সিনেমা হতে যাচ্ছে ‘দহন’। ৩০ নভেম্বর মুক্তি পেতে যাওয়া সিনেমাটির সামনে কোনো বাধা থাকলো না। পেয়ে গেছে অতিকাঙ্ক্ষিত সেন্সর ছাড়পত্র। সেই খবর জানালেন পরিচালক রায়হান রাফি।

তিনি জানান, ‘দহন’ বিনা কর্তনেই সেন্সর ছাড়পত্র পেয়েছে।

সোশ্যাল মিডিয়ায় এর আগের বার্তায় অবশ্য সিনেমাটির সেন্সর নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়। কিন্তু সর্বশেষ খবরে জানা গেল সবকিছু ইতিবাচকভাবে চলছে।

তখন জাজের ফেসবুক পাতায় লেখা হয়, ‘সেন্সর এর সন্মানিত সদস্যগণ “দহন” সিনেমাটি দেখছেন এখন। সবাই দোয়া করবেন, যাতে আনকাট পাশ হয়। আপনাদের দোয়া এখন খুব প্রয়োজন, কারণ সেন্সর বোর্ডের একজন সদস্য “দহন” সিনেমাটির বিরোধিতা করবে। আপনারা পাশে থাকলে কেউ আমাদের দমিয়ে রাখতে পারবে না । দেখা হবে বিজয়ে।’

যদিও সিনেমাটির একটা গান নিয়ে কিছুদিন ধরে বিতর্ক চলে ঢালিউড। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যের পর গানের কথা বদলাতে বাধ্য হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

পূজা, সিয়াম আহমেদ ও জাকিয়া বারী মম।

‌‘দহন’-এ দ্বিতীয়বারের মতো জুটি হলেন সিয়াম আহমেদ ও পূজা। তাদের সঙ্গে আছেন টিভি পর্দার জনপ্রিয় মুখ জাকিয়া বারী মম।

সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাটির ট্রেলার বেশ সমাদৃত হয়েছে। সেখানে উঠে এসেছে রাজনৈতিক আগুন সন্ত্রাসের কিছু চিত্র।

ছবিতে সিয়াম একজন বখাটে যুবক, পূজা পোশাক কর্মী ও সাংবাদিক চরিত্রে আছেন মম।


Leave a reply