Select Page

‘দাদু’ হয়ে ফিরছেন রাজ্জাক

‘দাদু’ হয়ে ফিরছেন রাজ্জাক

Razzak

অসুস্থতার কারণে বড়পর্দা ছেড়েছিলেন রাজ্জাক। পরে অভিনয়ের ফেরার ঘোষণা দিলেও অনেক নতুন কোনো ছবিতে অভিনয় করেননি। ২০১৪ সালে সর্বশেষ বাপ্পারাজের ‘কার্তুজ’-এ অতিথি চরিত্রে দেখা গিয়েছিল এ অভিনেতাকে।

কালের কণ্ঠ জানায়, রাজ্জাককে আবারো পর্দায় ফিরিয়ে আনছেন জি সরকার। তার নতুন ছবি ‘দাদু ভাই’-এ দেখা যাবে বর্ষীয়ান এই অভিনেতাকে।জি সরকার বলেন, ‘ছবির গল্প রাজ্জাক সাহেবকে নিয়ে। তিনি নাতিকে খুব ভালোবাসেন। সারাক্ষণ তার সঙ্গে দুষ্টুমিতে মেতে থাকেন। পড়াশোনা থেকে খেলাধুলা—সব কিছুর সঙ্গী তিনি। হঠাৎ করেই সেই নাতি মৃত্যুর মুখোমুখি হয়। দাদু নিজের জীবন দিয়ে রক্ষা করতে চান নাতির জীবন। ’

এক বছর আগে ছবিটির নাম পরিচালক সমিতিতে নিবন্ধন করা হয়। এরই মধ্যে কয়েকটি গান রেকর্ড করা হয়েছে। ফেব্রুয়ারিতে হবে শুটিং।

 


মন্তব্য করুন