Select Page

দিতির মানসিক অবস্থার উন্নতি

দিতির মানসিক অবস্থার উন্নতি

diti

আগের চেয়ে মানসিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির। এমনটা জানিয়েছেন তার চিকিৎসকরা। খবর যুগান্তর

ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসারত এ অভিনেত্রী কিছুদিন আগে থেকে স্মৃতিশক্তি হারাচ্ছিলেন। কাউকেই চিনতে পারতেন না। পরিচয় দেয়ার পর শুধু চেয়ে থাকতেন। আর অসংলগ্ন কথা বলতেন। ব্রেনে পানি জমার কারণে তার অবস্থার অবনতি ঘটছিল।

ডাক্তারদের অক্লান্ত পরিশ্রমে অবশেষে তার মানসিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এখন তিনি পরিচয় দিলে সবাইকে চিনতে পারেন। সামান্য কথাও বলতে পারেন। তবে তার মূল রোগের কোনো উন্নতি ঘটেনি বলে দিতির পারিবারিক সূত্রে জানা গেছে। ডাক্তাররা এ ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারছেন না।

এদিকে দিতির শারীরিক অবস্থার উন্নতি কামনা করে গতকাল বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে আয়োজিত ‘সুইট হার্ট’ ছবির অডিও প্রকাশনা অনুষ্ঠানে ছবির কলাকুশলীরা এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় ছবিটির প্রধান তিন অভিনয়শিল্পী রিয়াজ, বাপ্পি সাহা ও বিদ্যা সিনহা মিম উপস্থিত ছিলেন। এ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিতি।


মন্তব্য করুন