Select Page

দিল দিল দিলে রেকর্ড!

দিল দিল দিলে রেকর্ড!

প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিনেমার গান এক কোটিবার দেখা হলো। সে কৃতিত্ব পেল শাকিব খান ও শবনম বুবলি অভিনীত ‘দিল দিল দিল’ গানটি। এটি শামীম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’তে ব্যবহার হয়।

রোববার দুপুরে ইউটিউবে কোটির মাইলফলক ছাড়িয়ে যায় গানটি।

‘দিল দিল দিল’ লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন। কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা।


মন্তব্য করুন