Select Page

অবশেষে সেন্সর পেল দি ডিরেক্টর

অবশেষে সেন্সর পেল দি ডিরেক্টর

the directorসেন্সরে জমা দেয়ার প্রায় এক বছর পরে সেন্সর সার্টিফিকেট পেল কামরুজ্জামান কামু পরিচালিত চলচ্চিত্র দি ডিরেক্টর। এর মাঝে অবশ্য ঘটেছে অনেক ঘটনা। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের মত সেন্সরের জন্য আন্দোলনের মত ঘটনার জন্ম দিয়েছে এই ছবিটি। দি ডিরেক্টরের প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি

সেন্সর সনদ অবশ্য বিনা কর্তনে পাওয়া যায় নি। একটি দৃশ্য কর্তন সাপেক্ষে ৮ জানুয়ারী ছবিটির সেন্সর সনদ দেয়া হয়। জানা গেছে ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি সেন্সর ছাড়পত্রের জন্য নির্মাতা চলচ্চিত্রটি জমা দেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে। ২৫ ফেব্রুয়ারি সেন্সর বোর্ড চলচ্চিত্রটি দেখেন। এরপরই এ বোর্ড থেকে একটি লিখিত চিঠির মাধ্যমে এই চলচ্চিত্রের পরিচালককে জানানো হয় চলচ্চিটি প্রদর্শনের উপযোগী নয়। সেন্সর বোর্ডের চিঠিতে বলা হয়, পরীক্ষান্তে দেখা যায়, চলচ্চিত্রটিতে মূল কাহিনী অপর্যাপ্ত, এতে অশ্লীল সংলাপের ব্যবহার রয়েছে, একটি সাংস্কৃতিক পেশার গোষ্ঠীকে হেয়ভাবে উপস্থাপন করা হয়েছে, চলচ্চিত্র শিল্পের প্রতি সাধারণ মানুষের ঘৃণা জন্মায় এমনভাবে কাহিনী চিত্রায়ন, আগ্নেয়াস্ত্রের যথেচ্ছ ব্যবহার আছে এতে। পাশাপাশি নির্বিচারে মানুষ হত্যা, আইনহীনতা ও লাম্পট্য জীবন-যাপনকে স্বাভাবিক ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে।

এর প্রতিবাদে আন্দোলন শুরু করে চলচ্চিত্র প্রেমীরা। ছবিটির সেন্সর প্রাপ্তির জন্য সেন্সরবোর্ড ঘেরাও এবং মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। গত বছরের ১৮ ফেব্রুয়ারির অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সেন্সর প্রথা সংস্কার ও দি ডিরেক্টর চলচ্চিত্র মুক্তির দাবিতে গড়ে ওঠা এ আন্দোলনে সংহতি প্রকাশ করেছিলেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদ ও সাধারণ ছাত্রছাত্রীরা।

ছবিটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মারজুক রাসেল, নাফা, কচি খন্দকার, তারেক মাহমুদ, মোশাররফ করিম, সুইটি, নাফিজা, বাপ্পি আশরাফ, কামরুজ্জামান কামু প্রমুখ। ছবিটিকে হলে মুক্তি দেয়ার ব্যাপারে উদ্যোগ নিচ্ছেন বলে জানিয়েছেন নির্মাতা কামরুজ্জামান কামু।

সূত্র: বাংলামেইল২৪


মন্তব্য করুন