Select Page

দীপনের নতুন সিনেমার নায়ক কি তাসকিন?

দীপনের নতুন সিনেমার নায়ক কি তাসকিন?

‘ঢাকা অ্যাটাক’-খ্যাত দীপঙ্কর দীপন নতুন সিনেমার ঘোষণা দিতে চলেছেন বুধবার। এরই মাঝে সিনেমাটিতে কারা অভিনয় করছেন— এ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

শোনা যাচ্ছে, নাম প্রকাশ না করা সিনেমাটির নায়ক হতে যাচ্ছেন ‘ঢাকা অ্যাটাক’-এর ভিলেন তাসকিন রহমান। বর্তমানে এ অভিনেতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন সিনেমা ‘যদি একদিন’ নিয়ে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন।

এদিকে গুঞ্জন উঠেছে সিনেমাটিতে আরো অভিনয় করছেন কলকাতার পার্নো মিত্র। তবে এ গুজবকে নাকচ করে দিলেন নির্মাতা।

বুধবার সকাল ১১টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির নাম জানানো হবে। অভিনয়শিল্পী হিসেবে কারা থাকছেন— তাও জানানো হবে।

নাম ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হবেন স্বাধীনতা পদকপ্রাপ্ত শামসুল আলম (বীর উত্তম) ও মুক্তিযুদ্ধের বীর নায়কেরা।

নতুন সিনেমাটি প্রযোজনা করবে থ্রি হুইলারস লিমিটেড ও মেইন স্কয়ার কর্পোরেশন।

এদিকে প্রেক্ষাগৃহে টানা প্রদর্শনের ১০০ দিন অতিক্রম করেছেন দীপনের ব্লকবাস্টার সিনেমা ‘ঢাকা অ্যাটাক’।


Leave a reply