Select Page

দীপ্ত টিভির মিনি সিরিয়াল

দীপ্ত টিভির মিনি সিরিয়াল

দীপ্ত মিনি সিরিয়াল

দীর্ঘ ধারাবাহিকগুলো এক – দুই বছর ধরে চলে। যাঁরা দীর্ঘ ধারাবাহিক দেখতে পছন্দ করেন না তাদের জন্য দীপ্ত টিভি নিয়েছে নতুন উদ্যোগ। তাঁরা স্বল্প সময়ের ধারাবাহিক দেখবেন। একটি গল্প দর্শক সপ্তাহজুড়ে দেখবেন। পরের সপ্তাহ থেকে শুরু হবে নতুন নাটক। এই উদ্যোগকে দীপ্ত টিভি নাম দিয়েছেন ‘দীপ্ত মিনি সিরিয়াল’।

মঙ্গলবার দীপ্ত টিভির কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন এই উদ্যোগের কথা জানান চ্যানেল কর্তৃপক্ষ। দর্শকদের প্রতিদিন নতুন গল্পের স্বাদ দিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয়।

আগামী ২৫ মার্চ থেকে এই মিনি সিরিয়াল শুরু হবে। অবশ্য প্রথম সপ্তাহের ছয়দিন ছয়জন তরুণ নির্মাতার ছয়টি মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের নাটক দেখবে দর্শকরা। প্রত্যেকের গল্পের মূল বিষয় ‘মুক্তির মানুষ’। মূল বিষয় ধরে আলাদা ২২ মিনিটের গল্পের নাটক নির্মাণ করেছেন তাঁরা।

ছয়টি গল্প নিয়ে নির্মিত নাটকগুলোর প্রযোজক রেদওয়ান রনি। ছয় তরুণ নির্মাতা হলেন ওয়াহিদ তারেক, আর বি প্রিতম, ফয়সাল রাজিব, তানিম পারভেজ, আতিক জামান ও ভিকি জাহেদ।

২৫ মার্চ থেকে সন্ধ্যা ছয়টা ও রাত সাড়ে নয়টায় দুবার প্রচারিত হবে একেকটি নাটক।


মন্তব্য করুন