Select Page

‘দুঃখের কথা হইলো ঈদটা দেশে করতে পারব না’

‘দুঃখের কথা হইলো ঈদটা দেশে করতে পারব না’

শিরোনামের লাইনটা মোস্তফা সরয়ার ফারুকীর। এ দুঃখের মধ্যে সুখের বিষয়ও আছে— তা মানতেই হবে। দেশে না হোক বিদেশের উৎসবে প্রথমবারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে ‘ডুব’ তথা ‌‘নো বেড অব রোজেস’।

‘৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ছবিটি। গত ১ জুন মস্কোর স্টান্ড আর্ট হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এ প্রসঙ্গে ফারুকী ফেসবুকে লেখেন, ‘দুঃখের কথা হইলো ঈদটা দেশে করতে পারব না।

আর আনন্দের কথা হইল, ঐ সময় ডুব ছবিটা নিয়ে মস্কো থাকব যেখানে ছবিটা মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে। যে কোনো ভালো কম্পিটিশনে নির্বাচিত হইলে আমরা সবাই খুশি হই, সবাই মিলেই এগিয়ে যাই!

এই মুহূর্তে আপনাদের মতো আমিও খুশি।

একই সাথে আপনাদের মতো আমিও ব্যথিত, যে দেশের মানুষের গন্ধ, যে দেশের মানুষের গল্প নিয়ে এই ছবি, সেই দেশেই ছবিটা এখনো এক বালখিল্য কারণে বেআইনিভাবে আটকা।

তবে সরকারের প্রতি আমার আস্থা আছে। বাংলাদেশের সেন্সর আইনের সঙ্গে শতভাগ সঙ্গতিপূর্ণ এই ছবি তারা দ্রুতই সার্টিফিকেট দিবেন, এটা আমি বিশ্বাস করি। এটাও বিশ্বাস করি, কোনো অতি উৎসাহী সরকার এবং সরকারি প্রশাসনকে কোনো হাস্যকর পরিস্থিতিতে ঠেলে দিতে যেন না পারে সেই বিষয়ে সরকারের ঊর্ধতন মহলের চোখ খোলা আছে!

পরিশেষে, এই হলো আমাদের ফেস্টিভাল পোস্টার।

বাংলা সিনেমার জয় হোক।’

এ প্রতিযোগিতায় ১১টি ছবি নির্বাচিত হয়েছে বাংলাদেশ, ভারত, আর্জেন্টিনা, জাপান, চীন, কোরিয়া, ডেনমার্ক, রাশিয়া ও জার্মানি থেকে। এ ছবিগুলো ‘গোল্ডেন জর্জ পুরস্কার’-এর জন্য লড়বে। এছাড়া আন্তর্জাতিক জুরিরা সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী ও জুরি পুরস্কার বিভাগে পুরস্কার দেবেন।

ভারতীয় অভিনেতা ইরফান খান, বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, পরিচালক ফারুকী  এবং ছবির প্রযোজক প্রতিযোগীতার রেড কার্পেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিবেন ২৯ জুন।  উৎসব চলবে ২২ থেকে ২৯ জুন।

‘ডুব’ বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। সহ-প্রযোজক হিসেবে আছেন ইরফান খান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান খান, তিশা, পার্নো মিত্র ও রোকেয়া প্রাচী প্রমুখ।


মন্তব্য করুন