Select Page

দুই ছবিতে লামিয়া

দুই ছবিতে লামিয়া

67508_e5পুরো নামা সাদিয়া ইসলাম লামিয়া। মিডিয়া জগতে সবাই চেনে ভিট তারকা লামিয়া হিসেবে।  ইতিমধ্যে উপস্থাপনা ও মডেলিং করেছেন টেলিভিশন পর্দায়। এবার তাকে দেখা যাবে চলচ্চিত্রের পর্দায়। নতুন মাধ্যমে কাজ নিয়ে তিনি বেশ উচ্ছসিত।

চলচ্চিত্র নির্মাতা সায়মন তারিক একসঙ্গে তার দুটি ছবিতে তাকে চুক্তিবদ্ধ করেছেন। ছবি দুটো হলো ‘পরাণের পাখি’ ও ‘মাটির পরী’। বর্তমানে একসঙ্গে দুটি ছবিরই শুটিং চলছে।

‘পরাণের পাখি’ ছবিতে লামিয়ার বিপরীতে আছেন আরমান খান ও ‘মাটির পরী’ ছবিতে সুমিত।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন