Select Page

দুই মাস পর ‘পরবাসিনী’

দুই মাস পর ‘পরবাসিনী’

শিগগিরই রূপালিপর্দায় আসছে স্বপন আহমেদ পরিচালিত ‘পরবাসিনী’। ভিনগ্রহের প্রাণিদের সাথে মানুষের যুদ্ধ নিয়ে সাজানো হয়েছে চলচ্চিত্রটি। নির্মাণে ব্যয় হয়েছে দীর্ঘ সময়। এবার সেন্সরের চৌকাঠ পেরিয়ে মুক্তির দোরগোড়ায় রয়েছে সাই-ফাই সিনেমাটি।

8d86fc606252659b5f8a1d5a5af3304b-Porobasini

‘পরবাসিনী’ সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় ১৩ আগস্ট। সোমবার (১২ অক্টোবর) কাটছাট ছাড়াই ছাড়পত্র পেল। পরিচালক জানান, সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরে বাংলাদেশ ও পশ্চিম বাংলায় মুক্তি দেওয়া হবে। এ উপলক্ষ্যে ২০ অক্টোবর প্রকাশ হবে টিজার। এরপর আসবে গানের অ্যালবাম, আইটেম নাম্বারসহ অন্যান্য গানের ভিডিও।

চলচ্চিত্রটির গল্প প্রসঙ্গে স্বপন আহমেদ জানান, অন্য গ্রহের প্রাণিদের সাথে যুদ্ধে ধ্বংস হয়ে যায় উপমহাদেশ। উপমহাদেশ ধ্বংসের ১০০ বছর পর ২০২১ সালে প্রত্নতত্ত্ববিদ চর্যাপদ সেন ঢাকা ও কলকাতায় আসে। অন্যদিকে ১০০ বছর আগে বেঙ্গল স্পেস রিসার্চ অ্যাসোসিয়েশন মহাশূন্যে একটা সিগন্যাল পাঠায়। তারা এলিয়েনদের একটা ভয়েসও রেকর্ড করে, যে সূত্রে বিজ্ঞানীরা ঘোষণা দেয় পৃথিবীর বাইরেও এলিয়েন রয়েছে। কিন্তু তারা অন্য কোনো গ্রহে অবস্থান করছে না, তারা এরইমধ্যে পৃথিবীতে চলে এসেছে। আর এভাবেই চলচ্চিত্রটির কাহিনি ধীরে ধীরে পরিণতির দিকে এগিয়ে যাবে।

 

 


মন্তব্য করুন