Select Page

দুই হলে আঞ্চলিক ভাষায় নির্মিত ‘মেইড ইন চিটাগং’

দুই হলে আঞ্চলিক ভাষায় নির্মিত ‘মেইড ইন চিটাগং’

চট্টগ্রামের দুই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ওই অঞ্চলের কথ্য ভাষায় নির্মিত ‘মেইড ইন চিটাগং’। রিয়াদ বিন মাহমুদের রচনা থেকে পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। প্রধান চরিত্রের দুই মুখ পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষ ছাড়াও অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, মুকিত জাকারিয়া, নাসিরউদ্দিন খান, হিন্দোল রায়, প্রিয়া মৌলি প্রমুখ। একমাত্র সাজু খাদেম ছাড়া সিনেমার সব শিল্পীই চট্টগ্রামের।

‘মেইড ইন চিটাগং’ আজ থেকে চট্টগ্রামের সুগন্ধা ও সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে।

সিনেমাটির ‘পেট ফুড়েদ্দে তোঁয়ার লাই’ শিরোনামের একটি গান ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আমানউল্লাহ গায়েনের কথা ও সুর করা এবং বুলবুল আকতারের গাওয়া ‘ও কালা (হালা) চান গলার মালা’ শিরোনামের নব্বই দশকের জনপ্রিয় এ গানটি ‘মেইড ইন চিটাগং’ ছবিতে নতুন করে গেয়েছেন কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া ও নিশিতা বড়ুয়া। গানটির ভিডিও প্রকাশ পাওয়ার পর প্রশংসার পাশাপাশি গানটির কথা ও সুর বিকৃত করার অভিযোগও করেছেন অনেকে।

এর আগে ‘মেইড ইন চিটাগং’ নামের ধারাবাহিক নাটকটি টেলিভিশনে প্রচার হয়। নাটকটি বেশ জনপ্রিয়তাও পায়। জনপ্রিয় গায়ক পার্থ বড়ুয়া এবং লাক্স তারকাখ্যাত অপর্ণা ঘোষ নাটকটিতে অভিনয় করেন।

চট্টগ্রামের কথা ভাষায় আগেও চলচ্চিত্র নির্মিত হয়েছে। এর মধ্যে রয়েছে শাবানা-আলমগীর অভিনীত ‘সাম্পানওয়ালা’, নুসরাত ইমরোজ তিশা-মোশাররফ করিম অভিনীত ‘হালদা’ ও শরিফুল রাজ-সুনেরাহ বিনতে কামালের ‘ন ডরাই’। তবে ‘ন ডরাই’ ছাড়া বাকি ছবিগুলোতে চট্টগ্রামের কথ্য ভাষা প্রামাণ্যভাবে আসেনি।


Leave a reply