Select Page

দুদিনে ৫ লাখে ‘চলো না হারাই’ (ভিডিও)

দুদিনে ৫ লাখে ‘চলো না হারাই’ (ভিডিও)

গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য গত মার্চে যুক্তরাষ্ট্রে যান তাহসান। সেখানেই তার সঙ্গে পরিচয় ঘটে কানাডিয়ান অধিবাসী হলিউডের জনপ্রিয় নির্মাতা পি.জি’র সঙ্গে। দক্ষিণ আমেরিকার দেশগুলোতে মিউজিক ভিডিওর নির্মাতা হিসাবে খ্যাতি রয়েছে এই ভিডিও নির্মাতার। তার নির্মাণে তাহসান নিয়ে আসলেন নতুন গানের ভিডিও ‘চলো না হারাই’। শনিবার ইউটিউবে প্রকাশ হওয়া গানটি দুদিনে দেখা হয়েছে ৫ লাখের বেশিবার।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মালিবু আর লাগুনা সৈকতে তাহসান তার নতুন গানের মিউজিক ভিডিওর শুটিং করেছেন। মিউজিকতে তাহসানের সাথে মডেল হয়েছেন কোষ্টারিকার সুপার মডেল ব্রি।

‘চলো না হারাই’ শিরোনামের গানটি প্রকাশ করছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন শাওন গানওয়ালা আর সংগীত পরিচালনা করেছেন এপিরাস।

গান এবং ভিডিও প্রসঙ্গে তাহসান বলেন, “লস অ্যাঞ্জেলেসের দুটি সমুদ্র সৈকতে আমারা শুটিং করেছি। দারুণ লোকেশন। দেখলেই মন ভরে যায়। আমার বিশ্বাস মিউজিক ভিডিওটির লোকেশন এবং নির্মাণ দেখে দর্শক শ্রোতারা মুগ্ধ হবেন। আমাকে আবিস্কার করতে পারবেন নতুন ভাবে।”


Leave a reply