Select Page

দুর্গতদের পাশে তিশা

দুর্গতদের পাশে তিশা

পাহাড়ি ঢলে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়ার বেশির ভাগ হাওর অঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে কৃষকদের ফসল। অসহায় সেখানকার মানুষ। তাদের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা

এরই মধ্যে ব্যক্তি তহবিল থেকে সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি। তবে অর্থের পরিমাণটা জানাতে চাননি। তিশা বলেন, ‘এমন কঠিন সময়ে আমাদের এক হওয়া উচিত। সবাই মিলে দুর্গতদের পাশে দাঁড়াতে হবে। আমি আমার মতো করে চেষ্টা করছি। পুরো বাংলাদেশ একটি পরিবার। একে অন্যের পাশে থাকবে—এটাই স্বাভাবিক। ’

সূত্র : কালের কণ্ঠ


মন্তব্য করুন