Select Page

দুর্ঘটনায় অনন্ত-বর্ষা

দুর্ঘটনায় অনন্ত-বর্ষা

imagesঅল্পের জন্য বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেলেন চলচ্চিত্র তারকা জুটি অনন্তবর্ষা। বৃহস্পতি সকালে দুর্ঘটনাটি ঘটে।

দুজনই  ব্যক্তিগত কাজেবিএমডব্লিউতে চেপে মোহাম্মদপুরের বাসা থেকে বের হয়েছিলেন। কিন্তু সামনের প্রধান সড়কে আসতেই আরেকটি বেপরোয়া গাড়ি সাথে সংঘর্ষে নতুন বিএমডব্লিউ গাড়িটি দুমড়ে মুচড়ে যাই। গাড়ির ভেতরের লাইফ সাপোর্ট তাদের যেন প্রাণে রক্ষা করে।

এ প্রসঙ্গে চিত্রনায়িকা বর্ষা বলেন, ‘চোখের নিমিষে যেন মৃত্যুর পাশ দিয়ে বেঁচে এলাম। আল্লাহ তায়ালার অসীম রহমতে বেঁচে গেছি। আর আমাদের গাড়িটি নরমাল গাড়ি হলেও হয়তো প্রাণে বাঁচতাম না। বিএমডব্লিউ বিশেষ লাইফ সাপোর্ট সিস্টেম আমাদের প্রাণে রক্ষা করে। ওপরওয়ালার অশেষ শুকরিয়ায় বেঁচে গেছি।

এদিকে শুক্রবারে ‘নিঃস্বার্থ ভালোবাসা‘ চলচ্চিত্রের সাফল্যে এক বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন তারা।


মন্তব্য করুন