Select Page

দেখতে যেমন শাকিব-তিশা

দেখতে যেমন শাকিব-তিশা

sakibbg_349701355

দেশের মূল্যবান খনিজ সম্পদ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে এক গডফাদার। এই ঘটনা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে টিভি চ্যানেলের প্রতিবেদক সিমি। তা জেনে যায় সন্ত্রাসী চক্র। প্রতিবেদন জমা দেওয়ার আগেই সিমির ওপর নেমে আসে নির্মম অত্যাচার। সিমি ও তার পরিবারের সব সদস্যকে হত্যা করে সন্ত্রাসীরা। সিমিকে হারিয়ে তার ভালোবাসার মানুষটি উন্মাদ। সে খুঁজতে থাকে সেই গডফাদারকে।

এমনই গল্পে নির্মিত হচ্ছে শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’। আর এতে প্রথমবারের মতো জুটি বাঁধলেন শাকিব খানতিশা। এখানে তিশা অভিনয় করছেন টিভি সাংবাদিক চরিত্রে।

12119065_824638070990130_4471504149802184166_n

সম্প্রতি তারা গিয়েছেন থাইল্যান্ডে। সঙ্গে আছেন সিনেমাটির অন্য নায়িকা আঁচল। সেখানে কয়েকটি গানের দৃশ্যায়ন হবে। একটি গান হলো ‘আমার মতো কে আছে বলো, বাসবে তোমায় এতো ভালো।’ গানটির অডিও ভার্সন ইতোমধ্যে জনপ্রিয় লাভ করেছে।

12072831_480055652172734_4366606488730911829_n

৫ অক্টোবর থেকে ‘মেন্টাল’ টিম সেখানে আছে। দুটি গানে আছেন শাকিব-তিশা। অন্য দুটি গানে থাকবেন আঁচল ও কণ্ঠশিল্পী পড়শি। সব মিলিয়ে টানা ১১ দিন পুরো ইউনিটকে থাকতে হবে ব্যাংককে।

sakib2_355958784

শাকিবের সঙ্গে তিশার জুটি এ সিনেমার সবচেয়ে বড় ইউএসপি। তবে এর আগেও তাদের অভিনয়ের কথা হয়। ২০১৩ সালের ডিসেম্বরের কথো। বিএমডিবি আর্কাইভ থেকে জানা যায়, রুম্মান রশীদ খানের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপে ‘প্রেম করে আমি মরবো’ ছবিতে অভিনয় করবেন শাকিব খান। নায়িকা হিসেবে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা। দুই তারকা চুক্তিবদ্ধ হন। তারপর থেকে সিনেমাটির কোনো খবর নেই।

sakib1_111822301

২০১৪ সালে চমকটা দেখান পরিচালক শামিম আহমেদ রনি। তার অভিষেক সিনেমা ‘মেন্টাল’-এ শাকিব-তিশাকে কাস্ট করেন। ইতোমধ্যে সিনেমাটির বেশির ভাগ অংশের দৃশ্যায়ন শেষ। ইতোমধ্যে ‌‘মেন্টাল’র গান ও ট্রেলার ইতিবাচক রিভিউ পেয়েছে। সে ধারাবাহিকতায় গানের শুটিংয়ে থাইল্যান্ড গেলেন শাকিব-তিশা। আর সে সব ছবি অনলাইনে ভাইরাল।

 


মন্তব্য করুন