Select Page

দেখা হলো মিসির আলির সঙ্গে (টিজার)

দেখা হলো মিসির আলির সঙ্গে (টিজার)

‘যে পৃথিবীতে চোখ খুলেই কেউ দেখে না, সেখানে চোখ বন্ধ করে দেখার এক আশ্চর্য ফলবতী চেষ্টা করে চলেছেন যুক্তিবাদী মিসির আলি। এবার এক আদিম আধিভৌতিক রহস্যের মুখোমুখি তিনি।‘

এই কথাগুলো বলা হচ্ছে ‘দেবী’ সিনেমার নতুন টিজার নিয়ে। যার মাধ্যমে প্রথমবার আমরা দেখলাম সচল মিসির আলিকে। এ চরিত্রে নতুন বেশে হাজির হলেন চঞ্চল চৌধুরী।

এর আগে সিনেমাটির প্রথম পোস্টারে হাতে আঁকা চরিত্রটিকে দেখা গেছে। তারপর থেকে অপেক্ষার প্রহর গুণছিলেন দর্শক— কখন দেখা যাবে সিনেমাটির এক ঝলক।

টিজারে অবশ্য মিসির আলির অবতারটা চাক্ষুষ হলো। কিন্তু তার বৈশিষ্ট্যসমেত নয়। কারণ ভিডিও জুড়ে ছিল রানুকে নিয়ে ভাবনারত মিসির আলি।

‘দেবী’ হুমায়ূন আহমেদের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। আর টিজারটি এলো কথাসাহিত্যিক ও নির্মাতার ৬ষ্ট মৃত্যুবার্ষিকীতে।

সিনেমাটির সহ-প্রযোজনার পাশাপাশি রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। নির্মিত হয়েছে সরকারি অনুদানে। পরিচালনা করেছেন অনম বিশ্বাস।

আরো আছেন শবনম ফারিয়া, ইরেশ জাকের, অনিমেষ আইচসহ অনেকে। মুক্তি পাবে সেপ্টেম্বরে।

https://www.youtube.com/watch?v=0Mk7-bZotso

 


মন্তব্য করুন