Select Page

দেখুন-শুনুন ‘অনেক কথা ছিল’

দেখুন-শুনুন ‘অনেক কথা ছিল’

shuvoo-nusrat-premi-o-premi

প্রকাশ হয়েছে ‘প্রেমী ও প্রেমী’র তৃতীয় গান ‘অনেক কথা ছিল’। রবিউল ইসলাম জীবনের কথায় আকাশের সুর-সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন জুবিন গার্গ।

মেলোসিয়াস গানটি ইতোমধ্যে শ্রোতারা লুফে নিয়েছেন। প্রকাশের ১২ ঘণ্টার মাঝেই শোনা হয়েছে ১ লাখের বেশিবার। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে পাচ্ছে প্রশংসা।

পুরো গানটি দূরপাল্লার গাড়িতে চিত্রায়িত। দুই তারকা আরিফিন শুভনুসরাত ফারিয়া হঠাৎ হঠাৎ স্মরণ করছেন পুরনো স্মৃতি। খানিক পরই তাদের আলাদা হয়ে যেতে হবে। অথচ মন সায় দিচ্ছে না।

‘প্রেমী ও প্রেমী’ পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। প্রযোজনায় জাজ মাল্টিমিডিয়া। এর আগে সিনেমাটির দুটি গান প্রকাশ হয়েছে। তিনটির মধ্যে সেরা ‘অনেক কথা ছিল’।


মন্তব্য করুন