Select Page

দেখে নিন ‘অহংকার’-এর প্রথম গান

দেখে নিন ‘অহংকার’-এর প্রথম গান

শাকিব খান-শবনম বুবলি জুটির তৃতীয় সিনেমা ‘অহংকার’। পরিচালনা করেছেন শাহাদাৎ হোসেন লিটন। সিনেমাটি মুক্তি পাবে ঈদুল আজহায়।

শনিবার অনলাইনে প্রকাশ হয়েছে ‘অহংকার’-এর প্রথম গান ‘যে তুমি আমার এ অন্তরে’। কণ্ঠ দিয়েছেন ইমরান ও বুবলির বোন মিমি।

এবার গানটি দেখুন এবং আপনার মতামত জানান-


মন্তব্য করুন