Select Page

দেখে যান বায়স্কোপ (ট্রেলার)

দেখে যান বায়স্কোপ (ট্রেলার)

BapjanBG_865460876

বিষয় বৈচিত্র ও নির্মাণেই আলোচনা তোলা সাম্প্রতিক সিনেমার মধ্যে অন্যতম ‘বাপজানের বায়স্কোপ’। এর আগে রিয়াজুল রিজুর সিনেমাটির গান ও আরো কিছু প্রচারণা ফুটেজ মুক্তি পেয়েছে। এবার মুক্তি পেল আনুষ্ঠানিক ট্রেলার। তাতেই নিজের যোগ্যতার পরিচয় রাখলেন নবাগত এ পরিচালক।

চলচিত্রের পটভূমি যমুনা পাড়ের চর ভাগিনা। চরের মালিক জীবন সরকার ও প্রান্তিক চাষী হাসেন মোল্লাকে ঘিরে আবর্তিত হয়েছে কাহিনী। হাসেনের বাবা চরে চরে বায়স্কোপ খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করতেন। বাবার মৃত্যুর পর বায়স্কোপের বাক্সটি ঘরেই পড়ে থাকে। ছাপোষা কৃষক হাসেনকে ক্ষণে ক্ষণে নাড়া দিয়ে যায় বাবার শেষ স্মৃতি, পোড়ায় মন। একসময় ঠিক করে ফেলে সপ্তাহে একদিন করে হলেও বায়স্কোপের খেলা দেখাবেন। বাক্সটি ঝেড়ে মুছে পরিস্কার করেন প্রস্তুত করে দূর চরে খেলা দেখাতে যাবার জন্যে। পুরনো ছবিগুলো নষ্ট হয়ে যাওয়ায় এক নতুন কাহিনী ছবিতে আঁকিয়ে নেয়, নতুন রিল বানান। কিন্তু চরের মহাজন জীবন সরকারের আঁতে ঘা লাগে তাতে। সে ঘোষণা করে দেয় এই বায়স্কোপ চলবে না, এই খেলা দেখানো যাবে না!

bapjaner.2

এমন কাহিনীর দ্বন্দ্ব-সংঘাত পুরোটাই ফুটে উঠেছে ট্রেলারে। অসাধারণ দৃশ্যায়ন, জীবন্ত অভিনয় ও লোকেশনের কারণে দেখতে ভালো লেগেছে। সিনেমার বৃহত্তর প্রেক্ষাপটও মুগ্ধ। যা সিনেমাটির প্রতি আকর্ষণ তৈরি করে। তার অনেকটা কৃতিত্ব গল্পের। আর সিনেমাটিক ট্রিটমেন্টও দেখা গেছে চমৎকার। রয়েছে চমৎকার কিছু গান।

ইতোমধ্যে সেন্সর সনদ লাভ করেছে ‘বাপজানের বায়স্কোপ’। ট্রেলারে জানানো হয়েছে ডিসেম্বরে মুক্তি পাচ্ছে সিনেমাটি। সে হিসেবে বেশিদিন অপেক্ষা করতে হবে না দর্শকদের।

‘বাপজানের বায়স্কোপ’-এর কাহিনী ও সংলাপ লিখেছেন মাসুম রেজা। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, সানজিদা তন্ময়, মাসুদ মহিউদ্দিন, তারেক বাবু প্রমুখ।


Leave a reply