দেরিতে পরী মনির অভিষেক
জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত বাংলাদেশি তারকানির্ভর সিনেমার মুক্তিতে ব্যতিক্রম দেখা যায়। কলকাতার তারকানির্ভর সিনেমা একইদিনে দুইদেশে মুক্তি পেলেও বাংলাদেশি তারকারা সে সুবিধা পাচ্ছেন না।
এই কারণে ঢাকায় মুক্তির তিনমাস পর কলকাতায় মুক্তি পাচ্ছে ‘রক্ত’। তাই খানিকটা দেরি করেই ভারতে পরী মনির অভিষেক হচ্ছে।
বাংলাদেশ প্রতিদিন জানায়, ডিসেম্বরে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে পরী মনি ও রোশান অভিনীত ‘রক্ত’। ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।
‘রক্ত’-এর মাধ্যমে অ্যাকশন লেডি হিসেবে আবির্ভুত হন পরী। এই ছবিতে তার অভিনয় যথেষ্ট নজর কাড়ে দর্শক ও বোদ্ধাদের।