Select Page

দেরি করবে ‘মুসাফির’র ভ্রমণগীতি

দেরি করবে ‘মুসাফির’র ভ্রমণগীতি

21

আশিকুর রহমানের আলোচিত সিনেমা ‘মুসাফির’র শুটিং শুরু হয় চলতি বছরের মার্চে। ইতোমধ্যে সিনেমাটির দৃশ্য ধারণ শেষ হয়েছে। চলছে পোস্ট প্রডাকশনের কাজ। ফাঁকে ফাঁকে রিলিজ হচ্ছে প্রোমোশনাল ভিডিও।

মাস কয়েক আগে প্রকাশ হয় ‘মুসাফির’র ফার্স্টলুক। আগস্টের তৃতীয় সপ্তাহে আসে টাইটেল ট্র্যাক ‌‘পথ জানা নেই’। তাহসানের গাওয়া গানটি বেশ সাড়া পেয়েছে। এবার আসছে ‘ট্রাভেল সং’।

পূর্ব ঘোষণা অনুযায়ী গানটি ইউটিউবে আপলোড করার কথা ছিল শনিবার (২২ আগস্ট)। কিন্তু কারিগরি সমস্যার কারণে তা পিছিয়ে গেছে। আশিকুর রহমান শনিবার সকালে এক স্ট্যাটাসের মাধ্যমে ফেসবুকে বিষয়টি জানান।

তিনি লিখেন, ‘হ্যালো বন্ধুরা, কিছু কারিগরি সমস্যার কারণে আমরা আজ ইউটিউবে মুসাফিরের ট্রাভেল সং আপলোড করতে পারছি না। আশা করি ভিডিওটি ২৫ তারিখ ইউটিউবে আপ করতে পারব। ধন্যবাদ।’

‘মুসাফির’ আশিকুরের পরিচালনায় দ্বিতীয় চলচ্চিত্র। এতে অভিনয় করছেন আরিফিন শুভমারজান জেনিফা


Leave a reply