Select Page

‘রকেট’ থেকে ‘বুলেট’, এবার ‘ব্ল্যাক’

‘রকেট’ থেকে ‘বুলেট’, এবার ‘ব্ল্যাক’

shufian (4)

ঢাকার বিদ্যা সিনহা মিম ও কলকাতার সোহম জুটি বেঁধেছেন— এ সংবাদ বহু পুরনো। অনেকের ধারণা তারা একাধিক ছবিতে অভিনয় করছে। তথ্যটা ভুল। পরিচালক রাজা চন্দ ও কিবরিয়া লিপু পরিচালিত ছবিটির নাম এখন পর্যন্ত তিনবার পরিবর্তন করা হয়েছে।

ছবিটির মহরত হয়েছিল ১৫ জুন, তখন নাম ছিলো ‘রকেট’। তারও আগে ছিলো ‘বুলেট’। কাজ শেষ না হতেই, এরই মধ্যে, দু’দফা নাম পরিবর্তনের কবলে পড়ে, এখন ‘ব্ল্যাক’ পর্যন্ত এসে দাঁড়িয়েছে। এতোবার নাম পরিবর্তনের কারণ হিসেবে তারা জানাচ্ছেন, ‘বুলেট’ নামে বাংলাদেশে এর আগেও একটি ছবি হয়েছে। একইভাবে ‘রকেট’ নামেও ছবি হয়েছে কলকাতায়। তবে নাম ঘোষণার আগে এ সব তথ্য জানতেন না পরিচালক-প্রযোজক।

বর্তমানে কলকাতায় আছেন মিম। ওখানেই ‘ব্ল্যাক’-এর দৃশ্যধারণ চলছে। বাংলাদেশের কিবরিয়া ফিল্মস ও কলকাতার দাগ ক্রিয়েটিভ মিডিয়া যৌথভাবে প্রযোজনা করছে এটি।

ছবির গল্প এমন এক তরুণকে ঘিরে, যে কি না আন্ডারওয়ার্ল্ডের একজন মিডলম্যান। এই ছেলেটিকে একটি মেয়ে ভালোবাসে। কিন্তু ছেলেটি তাকে এড়িয়ে যেতে চায়। কারণ, সে তার চরম অনিশ্চিত জীবনের সঙ্গে কাউকে জড়াতে চায় না।


মন্তব্য করুন