Select Page

লাল টুকটুকে পরমব্রত-ভাবনা

লাল টুকটুকে পরমব্রত-ভাবনা

2015_08_22_15_17_38_0LSEpZdZmysmByy9psfXkENvJi33TE_original

বাংলাদেশে পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রথম সিনেমা ‘ভয়ংকর সুন্দর’। টেলিভিশনের জনপ্রিয় ‍মুখ ভাবনার প্রথম সিনেমাও এটি। আর পরিচালক অনিমেষ আইচের দ্বিতীয় সিনেমা। তিনজনই খানিকটা অন্য ঘরানার। ব্যতিক্রম হলো, এ সিনেমায় থাকছে প্রথাগত সিনেমার মতো একটি গান।

সম্প্রতি সিলেটের মাধককুণ্ড জলপ্রপাতে গানটির চিত্রায়ন হয়েছে। সেখানে লালরঙের ম্যাচিং করা আউটফিটে হাজির হন পরমব্রত ও ভাবনা। পোশাক ও লোকেশন মিলে নতুন আলো খেলছিল তাদের চেহারায়।

2015_08_22_15_18_42_kVav9yasTRsHDgdFGVZQFV6yEaroEA_original

পরমব্রত কালকাতার অফট্র্যাক সিনেমার জনপ্রিয় নায়ক। ‘ভয়ংকর সুন্দর’ও তেমন সিনেমা। আগস্টের তৃতীয় সপ্তাহে তিনি সিনেমাটির শুটিং শেষ করলেন।

2015_08_22_15_11_46_0JWdaXp5rdRRRR0KjQNaoCCf5wKQNU_original

এ ছাড়া পরমব্রতকে দেখা যাবে ‘ভুবনমাঝি’ নামের আরেকটি সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করবেন অপর্ণা ঘোষ। শিগগিরই অনুদানের সিনেমাটির কাজ শুরু হবে। পরিচালনা করবেন ফাখরুল আবেদীন।


মন্তব্য করুন