Select Page

চাষী নজরুলের শেষ সিনেমা কোনটি?

চাষী নজরুলের শেষ সিনেমা কোনটি?

chashi

নামি-দামি নায়ক-নায়িকা বা নির্মাতার মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের শেষ সিনেমা মুক্তির তোড়জোড় শুরু হয়ে যায়। তখন যা-ই মুক্তি পায়, তার সবই শেষ সিনেমা। সিনেমা যাই হোক, মৃত্যুই প্রধান আকর্ষণ, মৃত্যুই ব্যবসার চাবিকাঠি। তেমনটি ঘটছে খ্যাতিমান পরিচালকের চাষী নজরুল ইসলামের ক্ষেত্রে।

তার মৃত্যুর পরপর দুটি সিনেমার কথা শোনা যায়। সিনেমা দুটি হল ‘ভুল যদি হয়’ এবং ‘অন্তরঙ্গ’। যা সে সময় প্রায় সব সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে। কিন্তু কয়েকদিন ধরে সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশ হচ্ছে চাষী নজরুলের শেষ সিনেমা ‘অন্তরঙ্গ’ মুক্তির পথে। ওইসব খবরে বেমালুম চেপে গেছে ‘ভুল যদি হয়’ সিনেমাটির কথা।

‘ভুল যদি হয়’ ছবির গল্প চাষী নজরুল ইসলাম নিজেই রচনা করেছেন। অন্যদিকে ‘অন্তরঙ্গ’ ছবির গল্প রচনা করেছেন আব্দুল্লাহ জহির বাবু। ‘ভুল যদি হয়’ সিনেমায় অভিনয় করেছেন ইমন, সম্রাট ও আলিশা প্রধান। ‘অন্তরঙ্গ’-এ অভিনয় করেছেন ইমন, আলিশা প্রধান, অমিত হাসান ও অরুনা বিশ্বাস প্রমুখ।

‘অন্তরঙ্গ’র প্রযোজনা প্রতিষ্ঠান কার্নিভাল মোশন পিকচার্সের কর্ণধার প্রযোজক গিয়াস উদ্দিন মুরাদ বলেন, আগস্টেই ছবিটি মুক্তি দেয়ার ইচ্ছা ছিল। কিন্তু ব্যবসায়িক দিক চিন্তা করে মুক্তির জন্য ঈদুল আজহার সময়টাকে ভাবছি।


মন্তব্য করুন