Select Page

দেরি করে ‘শনিবার বিকেল’?

দেরি করে ‘শনিবার বিকেল’?

বছরখানেক তো হয়ে গেল ‘হলি বেকারি’ নামের সিনেমার ঘোষণা দিয়েছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। পরে ‘ডুব’ মুক্তির কাছাকাছি সময়ে অক্টোবরে ঘোষণা দেন ‘শনিবার বিকেল’ (স্যাটারডে আফটারনুন) নামের সিনেমার। ধারণা করা হচ্ছে ‘হলি বেকারি’র নাম পাল্টে একটি ট্রিলজিতে স্থান পেয়েছে সিনেমাটি।

ফারুকী অক্টোবরে জানিয়েছিলেন, ডিসেম্বরে শুরু হবে ‘শনিবার বিকেল’-এর শুটিং।

কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি পৌঁছেও সিনেমাটির কোনো খবর নেই। সম্প্রতি ফারুকী একাধিক গণমাধ্যমকে জানিয়েছেন, ছবিটির দৃশ্যধারণের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। কিছু কাজ বাকি রয়ে গেছে এখনো। সবকিছু গুছিয়ে আনার পরই জানা যাবে শুটিংয়ের তারিখ।

বাংলাদেশ-ভারত-জার্মান যৌথ প্রযোজনার এই ছবিতে জাজ মাল্টিমিডিয়া আর কলকাতার শ্যাম সুন্দর দে’র পাশাপাশি ছবিয়াল থাকছে প্রযোজকের দায়িত্বে।

সিনেমাটির অভিনেতা-অভিনেত্রী সম্পর্কে বলেন, “অস্কার নমিনেটেড এবং অ্যাপসা জয়ী ‘ওমার’ আমার অনেক পছন্দের ছবি। এই ছবির তারেক চরিত্রে অভিনয় করা প্যালেস্টাইন অভিনেতা ইয়াদ হুরানি আমার পছন্দের অভিনেতা। তিশা তো আমার সবচেয়ে বড় নির্ভর করার মতো অভিনয়শিল্পী। যাকে নিলে আমার কোনো দুশ্চিন্তাই করতে হয় না অভিনয় নিয়ে।”


মন্তব্য করুন