Select Page

দেশজুড়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’, প্রথম সপ্তাহের হল তালিকা

দেশজুড়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’, প্রথম সপ্তাহের হল তালিকা

দেশ প্রায় সব হলেই আজ শুক্রবার (১৩ অক্টোবর) মুক্তি পেল ‘মুজিব: একটি জাতির রূপকার’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকটি পরিচালনা করেছেন শ্যাম বেনেগাল, নাম ভূমিকায় আছেন আরিফিন শুভ।

হল প্রসঙ্গে সম্প্রতি এক প্রেস মিটে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেছিলেন, “আমরা মনে করি না, জোরজবরদস্তি রিলিজ করছি। হল মালিকেরাই আগ্রহী। বিশেষ করে ট্রেলার দেখার পর তারা আগ্রহী হয়ে উঠেছে। তারা বলেছে, বাংলাদেশের ছবিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো কান্না আর আবেগ। যে ছবি দেখে দর্শক কাঁদে, সেটা হিট। ‘মুজিব’র ট্রেলার দেখে হল মালিকদের মনে হয়েছে যে, এটা দর্শকের মন ছুঁয়ে যাবে।”

২০১৭ সালে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। যেটার একটি উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন অবলম্বনে সিনেমা নির্মাণ করা। এরপর ২০১৮ সালের ১৮ মার্চ ছবিটির ঘোষণা দেওয়া হয় এবং একই সময়ে ছবির নির্মাতা হিসেবে বলিউডের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগালকে চূড়ান্ত করা হয়। আর ছবির চিত্রনাট্যকার হিসেবে যুক্ত হন বলিউডের অতুল তিওয়ারি। তিনি ২০১৯ সালে বাংলাদেশে এসে বঙ্গবন্ধু সম্পর্কে গবেষণা করেন। ছবিটির বাজেট ধরা হয় ৮৩ কোটি টাকা। যেটার ৬০ ভাগ বাংলাদেশ ও ৪০ ভাগ বহন করেছে ভারত সরকার। 

ঘোষণার সময়ই এটা নিশ্চিত করা হয়েছিল যে, এই ছবির বেশিরভাগ শিল্পী বাংলাদেশ থেকে নেওয়া হবে। সেটার প্রতিফলন দেখা যায় কাস্টিংয়ে। ২০২০ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি দুই মাস ধরে অডিশনের মাধ্যমে বাছাই করা হয় শিল্পী।

বঙ্গবন্ধুর চরিত্রের জন্য ১৫ জন শিল্পীর অডিশন নেওয়া হয়েছিল। তার মধ্যে পাঁচবার অডিশন শেষে আরিফিন শুভকে চূড়ান্ত করা হয়।

এছাড়া বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিব রেনুর ভূমিকায় নুসরাত ইমরোজ দ ও প্রার্থনা ফারদিন দীঘি (রেনুর ছোটবেলার চরিত্রে), শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, শেরেবাংলা এ কে ফজলুল হকের ভূমিকায় শহীদুল আলম সাচ্চু, খন্দকার মোশতাক চরিত্রে ফজলুর রহমান বাবু, আব্দুল হামিদ খান ভাসানির চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ, বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফুর রহমানের চরিত্রে চঞ্চল চৌধুরী, মাতা সায়েরা খাতুনের চরিত্রে দিলারা জামান, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকীর আহমেদসহ শতাধিক অভিনয়শিল্পী ছবিটিতে কাজ করেছেন।


Leave a reply