Select Page

দেশজুড়ে দুই ছবি

দেশজুড়ে দুই ছবি

b48b0cb3230b3be67c9ade51d0edee5f-Untitled-21

দেশ জুড়ে মুক্তি পেল সানিয়াত এস হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ ও মনতাজুর রহমান আকবর  পরিচালিত ‘আগে যদি জানতাম তুই হবি পর’।  দুটি চলচ্চিত্রই রোমান্টিক গল্প নিয়ে তৈরি।

‘অল্প অল্প প্রেমের গল্প’র প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নিলয় ও শখ। আরও আছেন মিশা সওদাগর, শম্পা রেজা, কাবিলা, শহিদুল আলম সাচ্চু, আন্না, হৃদি, শামীম প্রমুখ। গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল ও শওকত আলী ইমন। সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন ও বেলাল খান। রয়েছে কাজী নজরুল ইসলামের একটি গানও। প্রযোজনায় শুগার প্রোডাকশন।

c8d64375e916752a95a009b22e5264eb-Untitled-22

স্টার প্লাস প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘আগে যদি জানতাম তুই হবি পর’ ছবিতে অভিনয় করেছেন অভি, আরিয়ান শাহ, পুষ্পিতা, কথা, মিজু আহমেদ, প্রবীর মিত্র প্রমুখ। গানের কথা লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার। গানগুলোয় কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান, কিশোর রাজিব, নির্ঝর ও বাঁধন।

 


মন্তব্য করুন