Select Page

দেশীয় প্রেক্ষাপটে প্রথম সুপারহিরো ‘কালি’

দেশীয় প্রেক্ষাপটে প্রথম সুপারহিরো ‘কালি’

kali-azra

উধাও’ নির্মাণ করে খ্যাতি কুড়িয়েছেন অমিত আশরাফ। লাভ-লোকসানের হিসেব বাদ দিলে, সম্পূর্ণ ভিন্ন ধারার গল্প বলার দুঃসাহস দেখিয়েছিলেন তিনি।

এবারের গল্পটাও আলাদা। নারী প্রধান চরিত্র নিয়ে নির্মাণ করছেন দেশের প্রথম সুপারহিরো সিরিজ ‘কালি’। তবে মিনি সিরিজটি মুক্তি পাচ্ছে অনলাইনে।

১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সিরিজটি দেখতে, আপনাকে যেতে হবে বায়োস্কোপলাইভ ডট কম সাইটটিতে।

ইতোমধ্যে প্রোমো প্রকাশিত হয়েছে বায়োস্কোপের ফেসবুক পেজে। কালি চরিত্রে অভিনয় করেছেন র‍্যাম্প মডেল ও অভিনেত্রী আজরা মাহমুদ।

টানটান প্রোমোটি আমাদের চেনা-জানা সুপারহিরো থেকে নতুন স্বাদের ইঙ্গিত দেয়। চরিত্রায়নে ষোলা আনা দেশিয় ছাপ রয়েছে।

এদিকে সুপারহিরোইন কাহিনী নিয়ে ইফতেখার চৌধুরী নির্মাণ করছেন ‘বিজলী’। সিনেমাটির নাম ভূমিকায় আছেন ববি। মুক্তি পাবে ২০১৭ সালে।


মন্তব্য করুন