Select Page

দ্বিতীয়বার মিলন-মম

দ্বিতীয়বার মিলন-মম

milan-momo

ছোটপর্দায় অনেকবার একসঙ্গে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলনজাকিয়া বারী মম। আর বড়পর্দায় মাত্র একবার দেখা গেছে— রকিবুল আলম রকিবেরপ্রেম করবো তোমার সাথে’ সিনেমায়। আবারও সিনেমায় জুটি হতে চলেছেন তারা।

সম্প্রতি মিলন ও মম চুক্তিবদ্ধ হয়েছেন ‘স্বপ্নবাড়ি’তে। সিনেমাটি পরিচালনা করবেন তানিম রহমান অংশু।

একটি রহস্যময় বাড়িকে ঘিরে সিনেমাটির কাহিনী এগুবে। নতুন এক দম্পতি সে বাড়িতে গিয়ে ওঠে। এরপর ঘটতে থাকা নানা ঘটনা।

আগস্টে ‘স্বপ্নবাড়ি’র দৃশ্যায়ন শুরু হবে।

এ দিকে অংশুর প্রথম সিনেমা ‘আদি’ বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে। এতে অভিনয় করছেন এবিএম সুমন ও শায়লা সাবি।


মন্তব্য করুন