Select Page

দ্বিতীয় সপ্তাহে ১১ হলে ‘রেহানা’, জেনে নিন তালিকা ও প্রদর্শনের সময়

দ্বিতীয় সপ্তাহে ১১ হলে ‘রেহানা’, জেনে নিন তালিকা ও প্রদর্শনের সময়

১২ নভেম্বর মুক্তি পায় আব্দুল্লাহ মোহাম্মদ সাদের দ্বিতীয় সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। বাংলাদেশ থেকে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশন পাওয়া এ ছবি দ্বিতীয় সপ্তাহে পেয়েছে ১১টি প্রেক্ষাগৃহ। প্রথম সপ্তাহে এ সংখ্যা ছিল ১২।

ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও বগুড়ার সঙ্গে এবার যোগ হলো পাবনার হল। দেখুন তালিকা—

ঢাকায় স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং মল (দুপুর ১টা, দুপুর ৩.১০, বিকেল ৫.৩০, সন্ধ্যা ৭.৪৫), এসকেএস টাওয়ার (দুপুর ২.৪৫, রাত ৮.০০), সনি স্কয়ার (দুপুর ১২.৩০, বিকেল ৫.২০), সীমান্ত সম্ভার (দুপুর ১২.১০, বিকেল ৫.১৫); যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস (সকাল ১১.৫০, দুপুর ২.২০, বিকেল ৪.৪০, সন্ধ্যা ৭টা); শ্যামলী সিনেমা হল (দুপুর ১২.৪০, বিকেল ৩.১৫, সন্ধ্যা ৬.১৫, রাত ৮টা)।

রাজধানীর বাইরে নারায়ণগঞ্জের সিনেস্কোপ (সকাল ১১টা, দুপুর ২.৩০, বিকেল ৫.০০, সন্ধ্যা ৭.৩০); চট্টগ্রামের সিলভারস্ক্রিন (শুক্রবার বিকেল ৩.০০, বিকেল ৫.১৫; শনি, সোম ও বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৪৫; রোববার ও মঙ্গলবার দুপুর ২.৩০),

সুগন্ধা সিনেমা হল (দুপুর ১২.৩০, বিকেল ৩.৩০, সন্ধ্যা ৬.৩০); বগুড়ার মধুবন (শুক্রবার দুপুর ৩.১৫, সন্ধ্যা ৬.১৫, রাত ৯.১৫ এবং অন্য দিন দুপুর ১২টা, বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা, রাত ৯টা); পাবনার রূপকথা (দুপুর ১২.৩০, বিকেল ৩.৩০, সন্ধ্যা ৬.৩০, রাত ৯.৩০)।

ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার বাংলাদেশ থেকে অফিশিয়াল সিলেকশন পেয়ে ‘রেহানা মরিয়ম নূর’ এখন ইতিহাসের অংশ। সম্প্রতি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নামজাদা এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস (অ্যাপসা) দ্বিতীয় সেরা ছবি হয়েছে আবদুল্লাহ মোহাম্মদ সাদের নির্মাণটি এবং সেরা অভিনেত্রীর স্বীকৃতি পান আজমেরী হক বাঁধন। এ ছাড়া হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে জিতেছে নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড।

ছবিটির চিত্রনাট্য ও সম্পাদনা করেছেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ নিজেই।

একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে এর গল্প। কর্মস্থলে ও পরিবারে তাল মেলাতে গিয়ে হিমশিম খেতে হয় তাকে। কারণ শিক্ষক, চিকিৎসক, বোন, কন্যা ও মা হিসেবে জটিল জীবনযাপন করেন তিনি।

১ ঘণ্টা ৪৭ মিনিট ব্যাপ্তির ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেন আজমেরী হক বাঁধন। এছাড়া বিভিন্ন চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।

পোটোকল ও মেট্রো ভিডিও’র ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া।

ইতিমধ্যে ‘রেহানা মরিয়ম নূর’-এর বেশ কয়েকটি দেশের আন্তর্জাতিক প্রদর্শন স্বত্ব বিক্রি হয়েছে। আগামী বছর থেকে সে সব দেশে ছবিটি চলবে।


মন্তব্য করুন